
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।
এ সময় ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারিরা অবিলম্বে হাদির হত্যাকারিকে ভারত থেকে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাছির মেহেদী হাসান, জুবায়ের আল ইসলাম সিজান, ইয়াসির আরাফাত ইশানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।