দৃশ্যপট ক্রীড়া ডেস্ক:
এশিয়া কাপের সূচি আগেই প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কে কোন গ্রুপে কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেটাও জানা গিয়েছিল। কিন্তু ভেন্যু নির্ধারণ হয়নি তখন। অবশেষে জানা গেছে কে কোন ভেন্যুতে খেলবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি।
পূর্ণাঙ্গ সূচিতে দেখা গেছে, টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে; দুবাই ও আবুধাবি। তবে বেশিরভাগ ম্যাচই দুবাইতে আয়োজন করতে যাচ্ছে এসিসি। ১৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর বাকি ৮ ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে, সেটা আবুধাবিতেই। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষেও একই ভেন্যুতে খেলবেন লিটন দাসরা। সবকটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। পুরো টুর্নামেন্টের সবকটি ম্যাচই রাত ৮টায়। তবে ব্যতিক্রম হচ্ছে আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচের সূচি। ১৫ সেপ্টেম্বর দুটি ম্যাচ থাকায় আমিরাত-ওমানের ম্যাচটি হবে সন্ধ্যা ৬টায়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat