নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাই নগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামে হাজারো ভক্তের অংশগ্রহণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুর ২টায় ধামাই নগর ইউনিয়নের কেন্দ্রীয় শ্রী শ্রী জয় দুর্গা মন্দির থেকে শুরু হয়ে ক্ষিরতলা বাজার পর্যন্ত জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা হয়। এতে প্রায় এক হাজার ভক্ত উচ্ছ্বাসভরে অংশ নেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব জগতের নাথ, তার কৃপায় মানুষের মোক্ষলাভ ঘটে। তাই রথে তার প্রতিমূর্তি স্থাপন করে ভক্তরা শোভাযাত্রা করেন, যা তাদের বিশ্বাসের অঙ্গ।
রথযাত্রার আগে সকাল থেকেই মন্দিরে পুজা-অর্চনা চলে এবং দুপুর ২টার সময় নির্ধারণ করা হয় রথযাত্রার জন্য, যাতে জুমার নামাজে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। দুপুরের আগেই ধামাই নগর ও আশপাশের এলাকা থেকে ভক্তদের ঢল নামে।
জয় দুর্গা মন্দিরের সভাপতি অর্জুন ও সাধারণ সম্পাদক বিজয় বলেন, “ধামাই নগর সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসেছেন।”
ক্ষিরতলা বাজার সমিতির সভাপতি কাজীমুদ্দীন কাজী জানান, “রথযাত্রা নির্বিঘ্ন রাখতে ব্যবসায়ীরা সতর্ক ছিলেন।”
ইউনিয়ন পরিষদের সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো বলেন, “এবারের রথযাত্রা আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং দুই হাজারেরও বেশি মানুষ এতে অংশ নিয়েছে। সবার সহযোগিতায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
উল্লেখ্য, রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন উৎসব, যার মূল শিকড় ৯ম শতকে স্থাপিত ভারতের পুরীর জগন্নাথ মন্দিরে। এই উৎসব ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরে গমনের স্মৃতির সঙ্গে সম্পর্কিত।
বিশ্বাস করা হয়, জগন্নাথদেব প্রতি বছর তার ভক্তদের দর্শন দিতে রথের মাধ্যমে মন্দিরের বাইরে আসেন। সাধারণত সাতদিনের এ যাত্রা গুণ্ডিচা মন্দিরে গিয়ে শেষ হয় এবং পরে 'উল্টোরথ'-এ তারা মূলে ফেরেন।
রথমেলা রথযাত্রার অংশ হিসেবে এক বৃহৎ জনসমাবেশে পরিণত হয়, যা ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য ও সামাজিক সংহতির অন্যতম উদাহরণ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat