উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মনি পাগলা (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মনি পাগলা রাস্তা পার হওয়ার সময় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে।
পথচারীরা দ্রুত আহত মনিকে উদ্ধার করে উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনি পাগলা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার পর সিএনজি চালক ও যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, “নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat