প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৬:৪৫ পি.এম
উল্লাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি : নগদ টাকা, ফোন সহ ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে বাসার মালিককে হাত-পা বেঁধে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা মহল্লায় অভিনব ডাকাতি সংগঠিত হয়েছে। বুধবার ভোর রাতে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদার অনু খাঁনের বাড়িতে এ ডাকাতি সংগঠিত হয়। ঘটনায় ২৫ ভরি স্বর্নালংকার ও নগদ ২ লাখ টাকা সহ ৮/৯ টি মোবাইল ফোন লুট করে নেয় ডাকাত দল।
বাড়ীর মালিক অনু খাঁন জানান, বুধবার ভোর রাত ৪ টার দিকে ৯/১০ জনের ডাকাত দল জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে (অনু খাঁন) আমাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে রশি দিয়ে হাত বেঁধে কাথা দিয়ে ঠেকে রেখে আমার পরিবারের সকল সদস্যকে এক রুমে এনে দড়ি দিয়ে বেঁধে আটক করে। পরে আমার স্ত্রী তাহমিনা আক্তারকে সঙ্গে নিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে রুমে রুমে ঘুরে বাড়ির সমস্ত কিছু তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৮/৯টি মোবাইল ফোন নিয়ে সামনের দরজা দিয়ে বাড়ী থেকে বেড়িয়ে যায়।
তিনি আরো জানান, ডাকাতদের পরনে জিন্সের প্যান্ট, ট্রি শাট, মুখে মুখোশ ও মাথায় টুপি ছিল। হাইজ গাড়ী করে এসে ডাকাতি করে পরে আবার গাড়ী নিয়ে চলে যায়। বুধবার সকালে আমি উল্লাপাড়া মডেল থানায় উপস্থিত হয়ে অজ্ঞাত ৯/১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি ।
উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, আমরা অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ডাকাত দলকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রেখেছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat