উল্লাপাড়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর আবাসন প্রকল্পে (আদর্শ গ্রাম) সম্প্রতি বৈদ্যুতিক শকের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছে "প্রত্যাশিত সিরাজগঞ্জ" নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ সকালে সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
প্রতিটি পরিবারের মাঝে ৮ কেজি চাল, ১ কেজি ডাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি রসুনসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মসলা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন, উপদেষ্টা আরিফ হোসাইন, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন রুবেল, নির্বাহী সদস্য শাহদাত হোসেন ও রানা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।
"প্রত্যাশিত সিরাজগঞ্জ" স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী সদস্য রানা সরকার জানান, “এই তাৎক্ষণিক সহায়তা আমাদের মানবিক দায়বদ্ধতার অংশ। তিনি জানান, গত ৩১ শে জুলাই আমাদের আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন আল আমানাহ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ক্ষতিগ্রস্থ এই ৮টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি রসুন এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মসলা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পরিষদের আরিফ, কাউসার ডাবলু। আমরা ভবিষ্যতে পরিবারগুলোর জন্য টেকসই পুনর্বাসনের দিকেও নজর দেব।” তিনি আরো জানান, আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন বরাবরের মতোই সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবা করে যাচ্ছে।”
স্থানীয় মানুষেরা জানান, এই ধরনের উদ্যোগে ব্যাপক সাড়া দিয়েছে। এই ধরনের কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat