ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের শ্মশানকে কেন্দ্র করে হিন্দু কিছু সংখ্যক উগ্র ব্যক্তিবর্গের লাগাতার মিথ্যাচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলার পক্ষে সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে নয়টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ বলেন, এই দেশে হিন্দু-মুসলিম একই ফুলের দুটি বৃত্তে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি সময়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের শ্মশান নিয়ে হিন্দু সম্প্রদায়ের উগ্র কিছু ব্যক্তিবর্গ গত রবিবার মানববন্ধনের নামে ঈশ্বরগঞ্জ পৌর শহরে রাস্তা অবরোধ করে যে জনদুর্ভোগ তৈরি করে এটা কোনভাবেই কাম্য নয়। তারা বিভিন্ন রকম উস্কানিমূলক স্লোগান দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের পদত্যাগ দাবি করে যা শ্মশানে ভাংচুরের ঘটনার সাথে কোনভাবেই সামঞ্জস্যশীল নয়। এটি উদ্দেশ্যে প্রণোদিত ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আমরা উলামায়ে কেরাম শ্মশান পরিদর্শন করে স্বচক্ষে দেখে ও শত শত স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে এর কোন সত্যতা পায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৬ তারিখ দিবাগত রাতে হিন্দু নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে শ্মশানে মাটি ভরাট করে ক্ষতিগ্রস্ত পিলার উপজেলার অর্থায়নে নতুন করে স্থাপন করে দেওয়া হবে এমনকি নিচুতে থাকা শ্মশানের চিতা ও জীর্ণ-শীর্ণ মন্দির সংস্কার করে দিবে বলে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তী দিনই হিন্দু সম্প্রদায়ের কিছু উগ্রপন্থী ব্যক্তিবর্গ মানববন্ধনে নামে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। আমরা সংবাদ সম্মেলনে মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যাচার ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহম্মেদ আলী, সভাপতি মাওলানা আবুল ফজল, সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, মূফতি মানছুর আহমেদ, হাফেজ সাইদুর রহমান, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতিব মুফতি আহসানউল্লাহ কাসেমী সহ ওলামায়ে কেরাম।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat