ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে আহত করার মামলায় সিরাজুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার দুই নম্বর আসামি সিরাজুলকে গত মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী গৌরিপুর উপজেলা থেকে আটক করা হয়। বুধবার (৬ আগস্ট) দুপুরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী গ্রামের বাসিন্দা ও মৃত হাবিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের ১২ এপ্রিল রাতে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. মতিউর রহমান (৬৫) ও তার চার ছেলেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। এতে তারা সবাই গুরুতর আহত হন। পরবর্তীতে ঈশ্বরগঞ্জ থানায় রমজান আলী (২৭) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সিরাজুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।
আহত মতিউর রহমান বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চার ছেলে চিকিৎসা শেষে বর্তমানে শারীরিকভাবে সুস্থ হলেও মতিউর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে জানান পরিবার সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তার সিরাজুল ইসলাম এলাকায় এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সম্প্রতি মাদক, অনলাইন জুয়া এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, সিরাজুলের নেতৃত্বে একটি কিশোর গ্যাং এসব কর্মকাণ্ড পরিচালনা করত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “সিরাজুল ইসলামকে মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ধারায় অভিযোগ রয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও তদন্তে অন্য কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat