ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু চুরি মামলায় বিশেষ অভিযান চালিয়ে ভাইরাল গরুচোর সবুজ মিয়াসহ চোর চক্রের পাঁচজন সদস্যকে গ্রেপ্তারের পর চোরাই কাজে ব্যবহৃত পিকাবভ্যানসহ চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করেছে পুলিশ।
আজ(১২ অক্টোবর) রবিবার গ্রেপ্তারকৃত আসামি
মো. বেলাল হোসেন(৩০), সবুজ মিয়া(৩৯), কাইয়ুম(৪৮),মকবুল হোসেন(৩৫), রুহুল আমীনকে(২৮)সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ পুলিশ। এর আগে একই মামলায় সন্দেহজনক আরও ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,গরু চুরি মামলায় গ্রেপ্তার ২ জনের জবানবন্দি অনুযায়ী এবং প্রযুক্তিগত সহযোগীতায় কিশোরগঞ্জের করিমগঞ্জ,ময়মনসিংহের গফরগাঁও, ত্রিশাল,নান্দাইল এবং হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গফরগাঁও উপজেলা থেকে চুরির কাজে ব্যবহৃত পিকাবভ্যান, লোহার রড়, দা, শাবল, লোহার পাইপ ও গরু বাঁধার রশি উদ্ধার করে জব্দ করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,'গরু চুরির মামলায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও গফরগাঁও উপজেলা থেকে চুরির কাজে ব্যবহৃত পিকাবভ্যান, লোহার রড়, দা, শাবল, লোহার পাইপ ও গরু বাঁধার রশ্মি জব্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat