সিরাজগঞ্জ প্রতিনিধি:
ঈদযাত্রার ব্যস্ততা কাটিয়ে ফাঁকা হতে শুরু করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সকল রুট।
বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ী, কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রীজ, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বেশিরভাগ সময়ই ফাঁকা দেখা যায়। মাঝে মধ্যে দু-একটি গাড়ী চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মঙ্গলবার (৯ এপ্রিল) রাত পর্যন্ত গাড়ীর চাপ ছিল। ধীরে ধীরে চাপ কমতে থাকে। বুধবার সকাল থেকে ফাঁকা হতে শুরু করে এ মহাসড়ক। মাঝে মধ্যে দু-একটি গাড়ী চললেও বেশিরভাগ সময়ই ফাঁকা রয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, ঈদযাত্রা শেষ হয়েছে। এ কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কম। ধীরে ধীরে ফাঁকা হয়ে গেছে জেলার সকল রুট। সিরাজগঞ্জের মহাসড়কে সর্বকালের সেরা স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়েছে এবার। কোন ধরণের যানজট বা দূর্ভোগ ছিল না উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat