নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রশাসন একাধিক পরিবহন অফিসে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারটি পরিবহনের ২৫হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার বিকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় আড়াই ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ওই পরিমান অর্থদণ্ড করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান। এদিন সন্ধ্যায় জেলা প্রশাসকের মিডিয়া সেলে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক গোলাম মওলা।
তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৪ টা থেকে বিকাল সাড়ে ৬ টা পর্যন্ত জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে রেড হর্স পরিবহনকে ৭হাজার টাকা, সোনার তরী পরিবহনকে ৬হাজার, ভিআইপি পরিবহনকে ৭হাজার এবং সী বার্ড পরিবহনকে ৫হাজার টাকাসহ মোটা ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান। এসময় সঙ্গীয় ফোর্স হিসেবে জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat