
নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের বাগবাটীর আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪/০১/২৬ তারিখ বুধবার ১২ টায় চুড়ান্ত পর্বে একাদশ বিএম ও দ্বাদশ জেনারেলের মধ্যেকার খেলা হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম। রঙিন জার্সি পরিহিত দুই দলের খেলা দেখতে মাঠে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। খেলা পরিচালনার (রেফারি)দ্বায়িত্বে ছিলেন, সারোয়ার হোসেন তালুকদার। ধারাভাষ্যকার ছিলেন,প্রভাষক রফিকুল ইসলাম (রফিক)। দ্বাদশ জেনারেল ০৩ গোলে একাদশ বিএমকে হারিয়ে ট্রফি জিতে নেয়।
প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ রেজাউল করিম জয়ী দলের দলের হাতে পুরস্কার তুলে দেন।