নিজস্ব প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে উল্লাপাড়ার গজাইল অনার্স কলেজকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলকুচি সরকারি কলেজ।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ, মো. মোস্তাফিজুর রহমান ও গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মো. মনজিলুর রহমান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক ফুটবল খেলোয়াড়, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রভাষক, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী জানান, সিরাজগঞ্জ তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া কর্মসূচীর আওতায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় ১২টি দলের নিয়ে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বেলকুচি সরকারি কলেজ ৪-০ গোলে গজাইল অনার্স কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা ক্রীড়া অফিসার আরও বলেন, আগামী ১৮ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ের ফিক্শ্চার সম্পন্ন হয়েছে। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ২টি দলেই অংশগ্রহণ করবে।







