শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতের উচ্ছেদ নির্দেশনা বাস্তবায়নের পর জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, মারপিট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারী গ্রামে আদালতের নির্দেশে উচ্ছেদ সম্পন্ন হওয়ার পর ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মো. লাল মিয়া (৮৫) গত ২৪ জুলাই ঈশ্বরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ২৭ বছর ধরে চলমান একটি জমি সংক্রান্ত মামলায় আদালতের রায়ে উচ্ছেদ ডিগ্রি পাওয়ার পর গত ২২ জুলাই ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের প্রতিনিধিরা বিবাদীপক্ষকে উচ্ছেদ করে জমির দখল বুঝিয়ে দেন।
পরদিন (২৩ জুলাই) সকাল ১১টার দিকে লাল মিয়ার পরিবার তাদের জমিতে ঘর নির্মাণ শুরু করলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে বাধা প্রদান করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এতে লাল মিয়ার ছেলে মাসুদ মারাত্মক আহত হন।
অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন: মো. আব্দুস ছোবান (৭৫), আব্দুর রহমান (৬০), আলী আকবর, মোহাম্মদ আলী (৩৫), আহাম্মদ আলী (৩০), মো. নিজাম উদ্দিন (৪০), মো. আজিম উদ্দিন (২২) ও মো. শরীফ মিয়া (২২)। তারা সকলেই তেলুয়ারী গ্রামের বাসিন্দা।
লাল মিয়া বলেন, "আদালতের রায় ও প্রশাসনের মাধ্যমে জমির দখল ফিরে পাওয়ার পরও প্রতিপক্ষরা আমাদের ঘর তুলতে দেয়নি। আমার ছেলেকে লোহার রড দিয়ে আঘাত করে আহত করে, আমাকে মাটিতে ফেলে লাথি মেরে রড দিয়ে মারার চেষ্টা করে। আমি স্থানীয়দের সহায়তায় প্রাণে বেঁচে যাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
প্রতিপক্ষদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “ঘটনাটি তদন্তাধীন। উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat