আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে শহিদ (২৬) নামের এক যুবক জনতার হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউপির তাঁরতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশ সোপর্দ করা হয়। গ্রেপ্তার শহিদ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির আব্দুর রশিদের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউপির তাঁরতা গ্রামে বৈদ্যুতিক মিটার চুরি করছিলো ধৃত শহিদ। গ্রামবাসী টেড় পেয়ে তাকে হাতেনাতে ধরে আটকে রাখে।
পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat