সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ আাড়াই ঘণ্টা পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নিউ ঢাকা রোডের সকল ব্যারিকেড তুলে নেন শ্রমিকরা। এর আগে সকাল ১০টায় শহরের চামড়া পট্টি থেকে রেলগেট পর্যন্ত নিউ ঢাকা রোডে ব্যারিকেড দিয়ে অবরোধ করে শ্রমিকরা। এতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবী, গত ৩০ নভেম্বর বিকেলে শহরের ধানবান্ধি এলাকার স্বেচ্ছাসেবকদল নেতা সানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে ২০/৩০ টি মোটরসাইকেলযোগে এসে অফিসে হামলা ও ভাংচুর চালানো হয়। এ সময় অফিসের স্টাফদেরকেও মারপিট করা হয়েছে। দুদিন গেলেও ওই ঘটনার কোন বিচার দেওয়া হয়নি। এই কারণেই সড়ক অবরোধ করা হয়েছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, গত ২৯ নভেম্বর কাজিপুরে মোড়ে পাম্পে তেল তোলাকে কেন্দ্র কের সানোয়ার হোসেন ছানুর সঙ্গে কোন শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই ঘটনার জের ধরে গত ৩০ নভেম্বর ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা ও ভাংচুর এবং স্টাফদের মারপিট করা হয়। দেশমাতা খালেদা জিয়ার অসুস্থ্যতার কারণে বিষয়টি মিমাংসা হতে দেরি হওয়ায় আজ সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। আমরা বিষয়টি জানতে পেরে নেতৃবৃন্দ আলোচনা করে আজ বিকাল ৪টার সময় বিচারের আশ্বাস দিয়েছেন। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাখখারুল ইসলাম জানান, সকালে সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা। বেলা সাড়ে ১২টার পর তারা ব্যারিকেড তুলে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
