জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় অপারেশন ডেভিল হান্ট এ র্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সমুদ্রপথে পাচারকালে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। র্যাব এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অপারেশন “ডেভিল হান্ট” এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার রাত ৮ টা হতে আজ ২৮ ফেব্রুয়ারি তারিখ শুক্রবার মধ্যরাত ১ টা পর্যন্ত র্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী এর আভিযানিক দল ও
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এর সমন্বয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী যথাক্রমে নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), নামঃ আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯) কে আটক করা হয়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় আরো ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবাসহ সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহিপুর থানায় হস্তান্তর করা হবে। বাংলাদেশ র্যাব কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat