সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের জনপ্রিয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু নিজ নির্বাচনী এলাকা সালথায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অটোভ্যানে চড়ে তিনি অন্তত ২০টির বেশি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পূজামণ্ডপে পৌঁছালে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করা হয়।
এ সময় শামা ওবায়েদ বলেন, “বিএনপির কাছে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা হিন্দু-মুসলিম সবাইকে সমান চোখে দেখি। দুর্গোৎসবকে ঘিরে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। এজন্য নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা পাহারায় থাকবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিতে পারে, অপচেষ্টা চালাতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সালথায় উন্নয়ন চাইলে আগে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, দালালি—এসব অপকর্ম বন্ধ করতে হবে। আমি বেঁচে থাকতে আমার এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।”
হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ্বাস জানিয়ে শামা ওবায়েদ বলেন, “শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান জীবদ্দশায় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন, আমিও তার আদর্শে আপনাদের পাশে থাকব।”
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন ও খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat